spot_img

‘মিস ইন্টারন্যাশনাল’ মুকুট জিতে রেকর্ড গড়লেন ভিয়েতনামের সুন্দরী

অবশ্যই পরুন

৬২তম ‘মিস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় মুকুট জিতে রেকর্ড গড়লেন ভিয়েতনামের হুইন থি থান থুই। মঙ্গলবার (১২ নভেম্বর) ৭০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম বিজয়ী হিসেবে রেকর্ড করলেন তিনি।

টোকিওতে জমকালো আয়োজনে ‘মিস ইন্টারন্যাশনাল’র ৬২তম আসর বসে। মুকুট জিতে ভীষণ উচ্ছ্বসিত থান থুই।

তিনি বলেন, সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ভিয়েতনামের প্রথম মিস ইন্টারন্যাশনাল। অবশেষে নিজেকে প্রমাণ করতে পেরেছি আমি। ভিয়েতনামসহ সারা বিশ্বের ভক্তদের কাছ থেকে সমস্ত ভালোবাসা এবং সমর্থন পেয়েছি। সবাইকে ধন্যবাদ।

শুধু আন্তর্জাতিক মঞ্চই নয়, তার আগে হো চি মিন সিটির ফু থো স্টেডিয়ামে ‘মিস ভিয়েতনাম ২০২২’র মুকুট জয় করেছিলন থান থুই। ‘মিস দা নাং ইউনিভার্সিটি ২০২১’ এবং ‘মিস এলিগ্যান্ট স্টুডেন্ট দা নাং ২০২১’ প্রথম রানারআপ হয়েছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও উদ্ভাবনী সক্ষমতা প্রদর্শনের লক্ষ্য নিয়ে পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)। শনিবার (৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ