spot_img

জাতিসংঘের সম্মেলনে ইসরায়েলকে তুলোধুনো করলেন এরদোগান

অবশ্যই পরুন

জাতিসংঘের ২৯তম জলবায়ু বিষয়ক সম্মেলনে গিয়েও ইসরায়েলকে তুলোধুনো করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। বললেন, গাজায় পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে তেলআবিব।

মঙ্গলবার (১৩ নভেম্বর) কপ-টুয়েন্টি নাইন সম্মেলনের ভাষণে এসব বলেন তিনি।

এরদোগানের দাবি, ইসরায়েলি হামলার কারণে উপত্যকার মাটিতে যে পরিমাণ রাসায়নিক পদার্থ মিশেছে তাতে ইতিমধ্যেই গাজার শিশুদের ভবিষ্যত অন্ধকার হয়ে গেছে। এসময় পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ীদের আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতার দাবিও জানান তুরস্কের এই নেতা।

তিনি বলেন, নারী, শিশু, বৃদ্ধদের ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এর পাশাপাশি চলছে পরিবেশগত নিধনযজ্ঞও।

সর্বশেষ সংবাদ

এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়। এত বড় অভ্যুত্থানের পর যদি কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ