spot_img

সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা: উপদেষ্টা ফারুকী

অবশ্যই পরুন

এ বছর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা হবে না বলে যে খবর ছড়িয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেন, প্রতিবারের মতই বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যান দুই জায়গায়ই বইমেলা হবে।

বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, গেল ১৫ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশে যে গুম, খুন হত্যাকাণ্ড ঘটিয়েছে সেগুলো নিয়ে ন্যারেটিভ তৈরি করবে সংস্কৃতি মন্ত্রণালয়।

উপদেষ্টা বলেন, এদেশ সব ধর্ম, বর্ণ এবং জাতিগোষ্ঠীর। কিন্তু দেশে বিদেশে বর্তমান সরকারকে নিয়ে নানান অপপ্রচার হচ্ছে। এসব অপপ্রচার বন্ধে অগ্রাধিকার নিয়ে কাজ করবে সংস্কৃতি মন্ত্রণালয়।

ফারুকী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বর্ণনা দেশে বিদেশে তুলে ধরতে হবে। যা জুলাই বিপ্লবের স্পিরিট। সংস্কৃতি মন্ত্রণালয় সেগুলো নিয়ে কাজ শুরু করেছে।

এর আগে জানা যায়, অমর একুশে বইমেলা ২০২৫–এর জন্য সোহরাওয়ার্দী উদ্যান পাচ্ছে না বাংলা একাডেমি। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে একটি চিঠি দেওয়া হয়েছে।

বলা হয়েছে, বিগত ২১ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই অমর একুশে বইমেলা ২০২৫ আয়োজন করতে হবে। ৬ নভেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা-৩ থেকে এ চিঠি পাঠানো হয়। এর ফলে আগামী বইমেলার আয়োজন কোথায় হবে, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তার সৃষ্টি হয়।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ