spot_img

লেবাননের পেজার বিস্ফোরণের দায় স্বীকার করল ইসরায়েল

অবশ্যই পরুন

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত পেজার বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসরায়েল। রোববার (১০ নভেম্বর) ইসরায়েল সরকারের মুখপাত্র ওমর দোস্তরি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেন।

হিজবুল্লাহর সদস্যরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এই পেজারগুলো ব্যবহার করত। এএফপির প্রতিবেদনে বলা হয়, লেবাননে পেজার বিস্ফোরণের বিষয়টি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনুমোদন দিয়েছিলেন।

ওমর দোস্তরি বলেন, ‌‘নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে, লেবাননে পেজার বিস্ফোরণের বিষয়ে তার অনুমতি ছিল।’

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে লেবাননে পেজার বিস্ফোরণে ৪০ জন ‍নিহত ও ৩ হাজারের বেশি মানুষ আহত হন। ওই ঘটনায় ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ ও ইরান।

২০২২ সালের ৭ অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদার করে। তাদের হামলার মূল লক্ষ্য দক্ষিণ লেবানন এবং সীমান্তে এই গোষ্ঠীটির লড়াইয়ের সমক্ষমতা দুর্বল করে দেওয়া।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছর ধরে ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ১৩৬ জন নিহত এবং ১৩ হাজার ৯৭৯ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ৬১৯ জন নারী ও ১৯৪ জন শিশু।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ