spot_img

চলাচল স্বাভাবিক জিরো পয়েন্টে, সতর্ক অবস্থানে পুলিশ

অবশ্যই পরুন

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার’ দাবিতে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

যানবাহন চলাচলসহ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে চলাফেরা করতে দেখা গেছে সেখানে। পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জিরো পয়েন্ট ঘিরে কিছু উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আজ রোববার (১০ নভেম্বর) দুপুরের পর থেকে উভয় সমাবেশের কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

তবে শনিবার রাত থেকে সমাবেশ ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল, বিএনপি, জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদসহ ‘স্বৈরাচারবিরোধী’ সকল রাজনৈতিক দল-জনতা বিক্ষোভ মিছিল ও অবস্থান নিয়েছে।

রোববার সকালে শহীদ নূর হোসেনের পরিবার নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানিয়েছে বলে জানা গেছে।

সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশ সদস্যদের। সচিবালয় রোডের সামনে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি রয়েছে। এছাড়া পুলিশের একটি সাঁজোয়া যানও রাখা হয়েছে।

সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, ‘আমাদের কয়েক প্লাটুন পুলিশ সদস্য নিরাপত্তায় কাজ করছে। জিরো পয়েন্টের প্রতিটি মোড়ে আমাদের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান করছে। সিভিল ড্রেসে সব বাহিনীর লোকবলই রয়েছে। আজকের কর্মসূচি উপলক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা অবস্থান করব।’

এর আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়ে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হওয়ার নির্দেশনা দেয়। এর পাল্টা কর্মসূচি হিসেবে ‘স্বৈরাচার’ আওয়ামী লীগের বিচারের দাবিতে একইস্থানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি'জ-এর একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ