spot_img

সম্প্রীতি নষ্টের চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার: ধর্ম উপদেষ্টা

অবশ্যই পরুন

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। তবে অনেক সময় দুর্বৃত্তরা এই সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (৯ নভেম্বর) খুলনা ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, চলতি বছর হজের পূর্ণাঙ্গ প্যাকেজের দাম আগের চেয়ে কমানো হয়েছে। পাশাপাশি চলতি বছরই জাহাজে হজে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। যদি কোনো কারণে এই বছর এটির বাস্তবায়ন সম্ভব না হয় তাহলে আগামী বছর থেকে যাতে হাজিরা হজে যেতে পারেন সেই পথ প্রসারিত করা হবে।

তিনি আরও বলেন, জাহাজ কোম্পানি তিন হাজার যাত্রী বহন করতে পারবে বলে জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ছাড় করা গেলে চলতি বছরই জাহাজে হজে পাঠানো সম্ভব হবে। আগামী সোমবার মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে যাবে।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ