spot_img

সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

অবশ্যই পরুন

ডু অর ডাই ম্যাচে দ্বিতীয় ওয়ানডেত আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে জিততে না পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারাবে টাইগাররা। এমন পরিস্থিতিতে একাদশে দুটি পরিবর্তন এনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শনিবার (৯ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। খেলাটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

এমনিতেই শারজাহ মাঠ বাংলাদেশের জন্য অপয়া। কখনো কোন ফরম্যাটে টাইগাররা জিততে পারেনি ঐতিহাসিক এ ভেন্যুতে। সঙ্গে দীর্ঘদিনের ব্যাটিং ব্যর্থতাও কম ভোগাচ্ছে না। নতুন দুশ্চিন্তার নাম মোহাম্মদ গাজানফার। রহস্য স্পিনারের জাদুতে কাবু নাজমুল শান্তর দল।

প্রথম ওয়ানডেতে সহজ লক্ষ্যে খেলতে নেমে জয়ের পথে থাকলেও শেষ পর্যন্ত হোঁচট খায় বাংলাদেশ। দলীয় স্কোর ১৩১ রানে পৌঁছানোর পর ১২ রান যোগ করতেই সাত উইকেট হারায় টাইগাররা। ফলে মাত্র ৯২ রানে হেরে সিরিজে পিছিয়ে যায় বাংলাদেশ।

দলের এমন পরিস্থিতিতে একাদশে দুটি পরির্বতন এনেছে বাংলাদেশ। চোট পাওয়া মুশফিকের জায়গায় উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে দলে ঢুকেছেন জাকের আলী। স্পিনার রিশাদ হোসেনের জায়গায় নেয়া হয়েছে আরেক স্পিনার নাসুম আহমেদকে। ওয়ানডে ফরম্যাটে এটি জাকের আলীর অভিষেক ম্যাচ।

বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

সর্বশেষ সংবাদ

শুনানি চলাকালে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী

মিরপুর থানার দুটি পৃথক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ