spot_img

কমিশনের মাধ্যমে পুলিশে নিয়োগ নিশ্চিত করতে হবে: এম সাখাওয়াত হোসেন

অবশ্যই পরুন

পুলিশ কমিশনের মাধ্যমে পুলিশে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন। শনিবার (৯ নভেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

এ সময় পুলিশ কমিশন গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। বলেন, কমিশন গঠনের মাধ্যমেই পুলিশ বাহিনীকে মানবিক করে তুলতে হবে। পুলিশকে সুশৃঙ্খল বাহিনীকে গড়ে তুলতে হলে উচ্চপদস্থ কর্মকর্তাদের আমলাতান্ত্রিক মনোভাব পরিহারের ব্যাপারেও জোর দেন তিনি।

একই সময়, তাদের অধস্তন পুলিশদের সাথে দূরত্ব কমিয়ে আনার আহ্বান জানান। থানা পর্যায় থেকে পুলিশকে জনসম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এজন্য মাঠ পর্যায়ের পুলিশের সাথে জনগণের সম্পর্ক স্থাপন করে নাগরিক কমিটি গঠনেরও পরামর্শ দেন তিনি।

সর্বশেষ সংবাদ

গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে বিএনপির কোনো আপস নেই: মির্জা ফখরুল

স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ