spot_img

মারা গেলেন বলিউড অভিনেতা টনি মীরচান্দানি

অবশ্যই পরুন

একজনের মৃত্যুর রেশ কাটিয়ে উঠার আগেই ফের দুঃসংবাদ। কয়েকদিন আগেই মারা গেছেন খ্যাতিমান পরিচালক গুরুপ্রসাদ। এবার এল আরেক দুঃসংবাদ। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কোই মিল গায়া’ ও ‘গদর’ খ্যাত খ্যাতিমান অভিনেতা টনি মীরচান্দানি মারা গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি টুডের সংবাদে বলা হয়েছে, সোমবার (৪ নভেম্বর) স্বাস্থ্য সংশ্লিষ্ট জটিলতার কারণে মৃত্যু হয়েছে টনি মীরচান্দানির। মৃত্যুকালে তার বয়ষ হয়েছিল ৫৪ বছর। জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে।

অভিনেতা টনি মীরচান্দানি মৃত্যুর সময় স্ত্রী রমা মীরচান্দানি ও মেয়ে শ্লোকা মীরচান্দানিকে রেখে গেছেন। তার মৃত্যুর ব্যাপারে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। এ অবস্থায় মৃত্যু হলো। দাপুটে অভিনেতার বাইরে একজন প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং ইতিবাচক প্রভাবক হিসেবে তাকে স্মরণ করছে সহকর্মী-শুভাকাঙ্ক্ষীরা।

এ অভিনেতা সিনেমা ছাড়াও টেলিভিশন শোয়ে কাজ করেছেন। একজন প্রতিভাবান অভিনেতা ছিলেন তিনি। অনেক সিনেমায় কাজ করলেও ‘কোই মিল গায়া’য় তার চরিত্র দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়। এছাড়া ‘গদর’ সিনেমার মাধ্যমেও দর্শকহৃদয়ে দাগ কাটেন তিনি।

টনি মীরচান্দানি সাধারণত জটিল চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া টেলিভিশন শোয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক প্রশংসিত ছিলেন এ অভিনেতা।

সর্বশেষ সংবাদ

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক রেজানুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান। তিনি বিদায়ী মহাপরিচালক ড. মুহা....

এই বিভাগের অন্যান্য সংবাদ