spot_img

প্রতিদিন ১১ ঘণ্টা বন্ধ থাকবে মহাখালী ফ্লাইওভারের এক লেন

অবশ্যই পরুন

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের কাকলি অভিমুখী লেনে প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগের এক নির্দেশনায় বলা হয়, ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।

নগরবাসীর উদ্দেশে গুলশান ট্রাফিক বিভাগ জানায়, মহাখালী ফ্লাইওভারের এক্সপেনশন জয়েন্টগুলোর প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে। তাই ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পর দিন সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেট থেকে কাকলি অভিমুখী যানবাহন শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

আর আগামী ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত কাকলি থেকে জাহাঙ্গীর গেট অভিমুখী যানবাহন শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

সর্বশেষ সংবাদ

যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু

যে কোনো সময় দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ