spot_img

পরাজয়ের পর হামাস নেতাকে হত্যার হুমকি দিল ইসরাইল

অবশ্যই পরুন

ইহুদিবাদী ইসরাইলের অর্থমন্ত্রী ও উগ্রপন্থি লিকুদ পার্টির সিনিয়র সদস্য ইসরায়েল কাৎজ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার হুমকি দিয়েছেন। ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে বিজয়ের পর গাজা উপত্যকার রাস্তায় নেমে সিনওয়ার বিজয় মিছিলে অংশ নেয়ার পর ইসরাইলি মন্ত্রী এই হুমকি দিলেন।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর কাছে পরাজয়ের পর ইসরাইল অনেকটা রাজনৈতিক ডামাডোলের মধ্যে পড়েছে। এরমধ্যেই সিনওয়ারকে হত্যার দিলেন ইসরায়েল কাৎজ। তিনি অত্যন্ত ধৃষ্ঠতাপূর্ণ ভাষায় বলেন, “যদি দুপক্ষের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির সামান্যতম লঙ্ঘন হয় তাহলে ইয়াহিয়া সিনওয়ারের মাথা চাইবে ইসরাইল।”

ইসরায়েল কাৎজ বলেন, হামাসের সঙ্গে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে তাতে সিনওয়ারকে ইসরাইলি হত্যা থেকে দায়মুক্তি দেয়া হয় নি। তিনি ইসরাইলি সেনা হাদার গোল্ডিন ও অরোন শাউলের মৃতদেহ ফেরত দেয়া এবং আটক সেনা অ্যাভেরা মেনগিস্তু ও হিশাম এ. সাঈদের মুক্তি দাবি করেন। তিনি বলেন, ইসরাইলের এসব সেনাকে হামাস আটকে রেখেছে।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ