spot_img

রিভার্স সুইপে ছাড় দেওয়ার কোন ইচ্ছা নেই: মুশফিক

অবশ্যই পরুন

আগের ম্যাচেও সেঞ্চুরি পেতে পারতেন মুশফিকুর রহিম। আশি পেরিয়ে অপেক্ষায় ছিলেন সেঞ্চুরির। কিন্তু রিভার্স সুইপ করে ক্যাচ দিয়ে পুড়েন আক্ষেপে। দ্বিতীয় ম্যাচে দারুণ সেঞ্চুরির পথে এমন কোন শট খেলতে দেখা যায়নি তাকে। তবে প্রিয় এই শট থেকে সরে আসছে না তিনি। পরের ম্যাচেই একটা নয়, দরকার হলে একাধিক রিভার্স সুইপ করতে প্রস্তুত মুশফিক।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্যুতি ছড়ান মুশফিক। দারুণ মুন্সিয়ানায় করেন ১২৭ বলে ১২৫ রান। এদিন ৭০ রান পর্যন্ত ছিল তার কেবল একটি বাউন্ডারি। বাকিটা সময় এসেছে ৯ বাউন্ডারি। সেঞ্চুরির পর মেরেছেন পাঁচটি। এর একটিও ঝুঁকিপূর্ণ রিভার্স সুইপে নয়।

বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে আসা এই ব্যাটসম্যান ম্যাচ শেষে কথা প্রসঙ্গে জানান, রিভার্স সুইপে ছাড় দেওয়ার কোন ইচ্ছা তার নেই,  ‘অবশ্যই সুযোগ আছে ব্যাটিংয়ে আরও উন্নতি করার। আর রিভার্স সুইপ…আমি মনে করি এটা আমার খুব প্রিয় শট, আজ এরকম পরিস্থিতি আসেনি, আসলে অবশ্যই আমি এটা খেলব। এটা বলতে চাই তৃতীয় ম্যাচে সুযোগ আসলে একটা নয়, চার-পাঁচটা ইনশাল্লাহ খেলতে পারব।’

মুশফিকের একক নৈপুণ্যে এদিন বাংলাদেশ করে ২৪৬ রান। ওই রান তাড়া করতে গিয়ে ১৪১ রানের বেশি এগুতে পারেনি লঙ্কানরা। বিশাল জয়ে সিরিজ নিশ্চিত হওয়ায় ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম শতককে বিশেষ কিছু মনে হচ্ছে তার,  ‘প্রতিটি সেঞ্চুরিই আমার কাছে স্পেশাল, যদি বাংলাদেশ দল জেতে। সেদিক থেকে এই সেঞ্চুরি অবশ্যই স্পেশাল। এটা আরও বড় স্পেশাল, কারণ আমরা শ্রীলঙ্কার বিপক্ষে আগে কখনও সিরিজ জিতিনি। এটার কারণে জিততে পেরেছি। এটা অবশ্যই সামনের দিনে আমাকে আরও ভালো করার প্রেরণা দেবে।’

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ