করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত। দক্ষিণ এশিয়ার দেশটিতে করোনায় মৃতের সংখ্যা প্রায় ৩ লাখে দাঁড়িয়েছে।
ওয়ার্ল্ডো মিটারের রবিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৩ হাজার ৭৮৮ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু দাঁড়িয়েছে ২ লাখ ৯৯ হাজার ২৯৬ জনে।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৭৭৭ জন। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ২ কোটি ৬৫ লাখ ২৮ হাজার ৮৪৬ জনে।
ভারতে সংক্রমণ ও মৃত্যু দুটিই নিম্নমুখী হয়েছে। দৈনিক সংক্রমণ আড়াই লাখের নিচে নেমেছে আর মৃত্যু নেমেছে ৪ হাজারের নিচে।
করোনা সংক্রমণের বৈশ্বিক তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই ভারতের অবস্থান। অবশ্য মৃত্যুর হিসাবে দেশটির অবস্থা তৃতীয় তথা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে।
বিশেষজ্ঞরা বলছেন, জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে ভারতে করোনা সংক্রমণ কমে আসতে পারে। দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫ থেকে ২০ হাজারে নিমে আসবে যা এক সময় ৪ লাখ ছাড়িয়ে গিয়েছিল।