spot_img

দুবাইয়ের ‘নিখোঁজ’ রাজকুমারীর ছবি হঠাৎ ইনস্টাগ্রামে

অবশ্যই পরুন

গত কয়েক মাস ধরে যার কোনো খোঁজ পাওয়া যায়নি, দুবাই শাসকের সেই রাজকুমারী লতিফার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেখা গেছে।

চলতি বছর ফেব্রুয়ারিতে প্রিন্সেস লতিফা তার বাবার বিরুদ্ধে তাকে জিম্মি করে রাখার অভিযোগ এনে বলেছিলেন, তিনি তার জীবন নিয়ে ভয়ে আছেন। বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে তার সেই ভিডিও বার্তা প্রচারিত হয়েছিল। এর পর এই প্রথম সোশাল মিডিয়ায় তার একটি ছবি পোস্ট করা হলো।

প্রিন্সেস লতিফা হচ্ছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ২৫ ছেলেমেয়ের একজন। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে পারিবারিক বিধিনিষেধ ভেঙে পালাতে গিয়ে তিনি ভারত মহাসাগরে এক বোটে ধরা পড়েন। পরে কম্যান্ডোরা তাকে দুবাইয়ে ফিরিয়ে নেয়। এরপর তিনি যে জীবিত আছেন তার প্রমাণ চেয়েছিল জাতিসঙ্ঘ, জবাবে দুবাইয়ের শাসক তা দেবেন বলে জানিয়েছিলেন।

ইনস্ট্রাগ্রামে পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, নিখোঁজ প্রিন্সেস লতিফা দুবাইয়ের একটি মলে তার দুই বন্ধুর সাথে বসে আছেন। সাথে কিছু মন্তব্য আছে যে তারা একটি দারুণ উপভোগ্য সন্ধ্যা কাটিয়েছেন।

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিটিতে প্রিন্সেস লতিফার পেছনে গত ১৩ মে মুক্তি পাওয়া ‘ডেমন স্লেয়ার : মুগেন ট্রেন’ নামে একটি সিনেমার বিজ্ঞাপন দেখা যাচ্ছে। ছবিটি যদি সত্য হয়, তাহলে প্রিন্সেস লতিফা যে এখনো বেঁচে আছেন, এটি হবে তার একটি প্রমাণ।

বিবিসি ছবিটির সত্যতা যাচাই করতে পারেনি। তবে প্রিন্সেস লতিফার পরিচিত কয়েকজন জানিয়েছেন যে তারা প্রিন্সেস ও তার সাথে থাকা অন্যদের চিনতে পারছেন। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি।

সূত্র : বিবিসি

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ