spot_img

বোনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলো ভাই, প্রাণ গেল দুইজনেরই

অবশ্যই পরুন

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্য হয়েছে। গতকাল রাত ৮টার দিকে উপজেলার তালম ইউনিয়নের তারটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- আতিক হোসেন (৬) ও মুক্তি খাতুন (৭)। তারা সম্পর্কে খালাত ভাই-বোন। মৃত মুক্তি স্থানীয় মোক্তার হোসেনের মেয়ে ও আতিক বগুড়ার ধুনট উপজেলার মুকুল হোসেনের ছেলে।

স্থানীয় লোকজন জানান, দুপুরে মোক্তার হোসেনের বাড়িতে স্ত্রী-সন্তাদের নিয়ে বেড়াতে আসেন মুকুল। বিকেল ৫টার দিকে মুক্তির সঙ্গে আতিক পাশের বাড়ির পুকুরপাড়ে আম কুড়াতে যায়। অসাবধনতায় মুক্তি প্রথমে পা ফসকে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে আতিক পানিতে ঝাঁপ দেয়। এতে দুজনই পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত ৮টার দিকে শিশু দুটির মরদেহ ভেসে ওঠে।

তালম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্বাস উজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশু দুটি আম কুড়াতে গিয়ে তার বাড়ির সামনের পুকুরে ডুবে মারা যায়। নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ