spot_img

সুইডেন দলে ইব্রাহিমোভিচের স্থলাভিষিক্ত হলেন লারসন

অবশ্যই পরুন

শেষ পর্যন্ত ইউরোতে খেলা হলো না তারকা স্ট্রাইকার জ্লাটান ইব্রাহিমোভিচের। ইউরোর জন্য ২৬ সদস্যের দলে ইনজুরি আক্রান্ত ইব্রাহিমোভিচের পরিবর্তে জর্ডান লারসনকে অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন কোচ জেনি এ্যান্ডারসন।

পাঁচ বছরের অনুপস্থিতি কাটিয়ে গত মার্চে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছিলেন ইব্রা। কিন্তু মাসের শুরুতে জুভেন্টাসের বিপক্ষে সিরি-আ লিগে খেলতে গিয়ে তিনি হাঁটুতে আঘাত পান।

মার্চে সর্বশেষ যে জাতীয় দল মাঠে নেমেছিল সেই দলে ছিলেন না লারসন।

এ প্রসঙ্গে এন্ডারসন বলেছেন, ‘মার্চে সে আমাদের সাথে ছিলনা কারণ তখন তার ফর্ম খুব একটা সন্তোষজনক ছিল না। আমার হাতে চারজন ফরোয়ার্ড ছিল, কিন্তু এখন তার মধ্যে থেকে জ্লাটান ছিটকে পড়েছে। সে কারণেই আমি লারসনকে বেছে নিয়েছি।’

২৩ বছর বয়সী লারসন রাশিয়ান প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে স্পার্তাক মস্কোর হয়ে ২০ ম্যাচে ১০ গোল করেছেন। আর এই সাফল্যই তাকে জাতীয় দলে ডাক পেতে সহযোগিতা করেছে।

ইউরো চ্যাম্পিয়নীশপে গ্রুপ-ই’তে সুইডেনের প্রতিপক্ষ স্পেন, স্লোভাকিয়া ও পোল্যান্ড।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ