spot_img

চ্যাম্পিয়ন ম্যানসিটিকে হারালো ব্রাইটন

অবশ্যই পরুন

শিরোপা নিশ্চিত হয়েছে আগেই। লিগের বাকি ম্যাচগুলো ম্যানচেস্টার সিটির জন্য আনুষ্ঠানিকতার। ইংলিশ প্রিমিয়ার লিগের এমন ম্যাচেই মঙ্গলবার রাতে হেরে গেছে চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে ব্রাইটন জিতেছে ৩-২ গোলে। যদিও পুরো ম্যাচ প্রায় ১০জন নিয়ে খেলেছে ম্যানসিটি।

ব্রাইটনের মাঠে দর্শক ছিল প্রায় ৮ হাজার। স্বাগতিক হিসেবে সে উপলক্ষ্য জয় দিয়ে রাঙিয়েছে ব্রাইটন। সবশেষ ৩ ম্যাচে এটি সিটির দ্বিতীয় হার।

অথচ ম্যাচের দুই মিনিটেই লিড নেয় ম্যানসিটি। রিয়াদ মাহরেজের চমৎকার ক্রসে গেডে গোল করেন ইলকাই গিনদোয়ান। নবম মিনিটে বড় একটা ধাক্কা খায় সিটি। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জোয়াও কানসেলো। মাঝমাঠ থেকে আসা একটি বলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রাইটন ফরোয়ার্ডকে ফাউল করেন এই পর্তুগিজ ডিফেন্ডার।

সিটি ১০ জনের দলে পরিণত হওয়ার পর জমে ওঠে ম্যাচ। দ্বিতীয়ার্ধের শুরুতে ফিল ফোডেনের গোলে সিটির স্কোর হয় ২-০। এরপর থেকেই ব্রাইটের ফেরা শুরু। চমৎকার ফিনিশিংয়ে দুই মিনিট পরেই ব্যবধান কমান লেয়ান্দ্রো ত্রোসার (২-১)। এই গোলের পর উজ্জীবিত হয়ে উঠে ব্রাইটন। সারাক্ষণ উৎসাহ দিয়ে যাওয়া দর্শকদের হতাশ করেনি দলটি।

একের পর এক আক্রমণে কাঁপিয়ে দেয় সিটিকে। ৭২ দুর্দান্ত হেডে ব্রাইটনের হয়ে সমতা আনেন অ্যাডাম ওয়েবস্টার (২-২)। সাত মিনিট পর জয়সূচক গোলটি করে ব্রাইটন। গোলটি করেন ড্যান বার্ন।

৩৭ ম্যাচে ২৬ জয় ও ৫ ড্রয়ে ৮৩ পয়েন্ট সিটির। দিনের অন্য ম্যাচে, ফুলহ্যামের বিপক্ষে ১-১ ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড ৭১ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ