spot_img

কালীগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

অবশ্যই পরুন

সাতক্ষীরার কালীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের নাটুয়ারবেড় গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- নাটুয়ারবেড় গ্রামের মোশারফ হোসেনের মেয়ে মুক্তা (৫) ও শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর গ্রামের জিল্লুর রহমানের ছেলে আল আমিন হোসেন (৫)।

নিহত মুক্তার বাবা মোশারফ হোসেন জানান, আল আমিন ও মুক্তা বাড়ির পাশে এক সঙ্গে খেলা করছিল। কোন এক সময় দুইজন পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যায় পুকুরে ভাসমান অবস্থায় তাদের পাওয়া যায়। উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, দুই শিশু পরস্পরের নিকটতম আত্মীয়। আল আমিন তার মায়ের সঙ্গে ঈদের পর এখানে বেড়াতে আসে। মুক্তা ও আল আমিন এক সঙ্গে খেলা করার সময় সবার অগোচরে পুকুরে পড়ে মারা যায়।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ