spot_img

নিউইয়র্কে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর কুইন্স এলাকায় সাঁতার কাটতে গিয়ে মোহাম্মদ সাকিব চৌধুরী (২২) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ব্রংকসে বসবাসরত প্রবাসী শাহাজাহান চৌধুরী ও শাহীনা আক্তারের বড় ছেলে সাকিব হান্টার কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার লামপুর সদর দক্ষিণে।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাকিব রোববার দুপুর সাড়ে তিনটার দিকে কুইন্সের মেইন স্ট্রিটের রোজভেল্ট আইল্যান্ড জিমনেশিয়ামে যান। বিকেল চারটার দিকে সাঁতারের জন্য সুইমিং পুলে ডাইভ দেন। এর কিছুক্ষণ পর তাকে পানিতে ভাসতে দেখা যায়। সাকিবকে পানিতে ভাসতে দেখে লাইফ গার্ডরা তাৎক্ষণিক তাকে অ্যাম্বুলেন্সে মাউন্ট সিনাই হাসপাতালে নিয়ে   গেলে সেখানকার চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পরিবারের সম্মতিতে সোমবার সাকিব চৌধুরীর ময়নাতদন্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নিউ জার্সির টোটোয়াস্থ পার্কচেস্টার জামে মসজিদের কবরস্থানে সাকিবকে দাফন করা হবে বলে জানিয়েছেন মসজিদের সেক্রেটারি নুরুল ইয়াহিয়া।

সর্বশেষ সংবাদ

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা...

এই বিভাগের অন্যান্য সংবাদ