spot_img

সমর্থকদের ভ্রমণ খরচ দেবেন ম্যান সিটির মালিক

অবশ্যই পরুন

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিতের আগেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে আছে ম্যানচেস্টার সিটি। আগামী ২৯ মে পর্তুগালের পোর্তোয় চেলসির বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ম্যান সিটি। এই ম্যাচ দেখতে দলটির যেসব অফিসিয়াল পর্তুগাল যাবেন, তাদের ভ্রমণের সব খরচ বহন করবেন ম্যান সিটির মালিক শেখ মনসুর।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ম্যান সিটি। প্রথমবারের মতো ইউরোপ সেরা ক্লাব হওয়ার সুযোগ তাদের সামনে। এ নিয়ে সমর্থকদের মাঝে উত্তেজনার শেষ নেই। এই উত্তেজনায় পুড়ছেন ম্যান সিটির মালিক শেখ মনসুরও। এ কারণেই যেন সমর্থকদের ভ্রমণের সব খরচ বহন করার সিদ্ধান্ত নিয়ে নিলেন আমিরাতের এই তেল ব্যবসায়ী।

পোর্তোর এস্তাদিও দ্রাগাও স্টেডিয়ামে বসে খেলার অনুমতি মিলেছে দুই ফাইনালিস্টের ১২ হাজার সমর্থকের। প্রতিটি দলের ৬ হাজার করে সমর্থককে গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি দিয়েছে উয়েফা। সিটির অফিসিয়াল সমর্থকরা পাবেন বিনা খরচে ভ্রমণের সুযোগ।

সমর্থকদের ফ্লাইট ও অন্যান্য ভ্রমণ খরচ বহন করার বিষয়টি নিয়ে মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে ম্যান সিটি। ক্লাবটি লিখেছে, ‘পোর্তোয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দেখতে অফিশিয়াল এই ভ্রমণে ফ্লাইট এবং যাতায়াতের খরচ বহন করবেন শেখ মনসুর।’

শেখ মনসুর মনে করেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে সিটির সমর্থকদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন বলেন, ‘পেপ (সিটির কোচ পেপ গার্দিওলা) এবং তার দল অসাধারণ মৌসুম কাটিয়েছে। ক্লাবের জন্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ঐতিহাসিক এক মুহূর্ত। এই বিশেষ ম্যাচে গ্যালারিতে ভক্তদের থাকাটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অনেক বছর ধরে সিটির ভালো ও খারাপ সময়ে সমর্থন দিয়েছেন।’

ভ্রমণ খরচ ক্লাবের কাছ থেকে পেলেও ভালোই তাড়ায় থাকতে হবে সমর্থকদের। ব্রিটিশ সংবাদমাধ্যম ম্যানচেস্টার ইভিনিং নিউজ জানিয়েছে, খেলা দেখতে যাওয়া সিটি সমর্থকদের পর্তুগালে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ফেরত আসতে হবে। করোনার কারণে পর্তুগালের পক্ষ থেকে এমনই নির্দেশনা দেওয়া হয়েছে। এ কারণেই মূলত সমর্থকদের ভ্রমণ খরচের দায়িত্ব নিয়েছে ম্যান সিটি।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ