spot_img

আগামী সপ্তাহে বছরের প্রথম ব্লাড মুন

অবশ্যই পরুন

মহাকাশপ্রেমীদের জন্য এক দারুণ খবর। চলতি মাসেই চাঁদ তার রূপ পরিবর্তন করতে যাচ্ছে। রাতের আকাশে চাঁদের এই নতুন রূপের স্থায়িত্ব হবে সাড়ে ১৪ মিনিট। কিন্তু বাংলাদেশ-ভারতের আকাশে নতুন চাঁদকে দেখা যাবে না।

রাতের আকাশে চলতি বছরের প্রথম ব্লাড মুন দেখা যাবে। আগামী ২৬ মে বিশ্ববাসী সাক্ষী হতে চলেছে ব্লাড মুনের। সাড়ে ১৪ মিনিট স্থায়িত্বের ব্লাড মুন বাংলাদেশ-ভারতের আকাশে দেখা যাবে না।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পশ্চিম আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু এলাকার লোকজন ব্লাড মুনের অপরূপ দৃশ্য দেখতে পাবেন। অন্যদের জন্য এমন দৃশ্য দেখাতে হবে ওয়েবসাইট ও টিভি চ্যানেলে।

ব্লাড মুনে কী হয়? : যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী একটি সরলরেখায় চলে আসে তখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়। এসময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। চাঁদের উপর সূর্যের আলো সরাসরি পড়তে পারে না। প্রতিসরণের ফলে আলো চাঁদের অন্ধকার অংশে পড়ে। এর ফলে চাঁদকে রক্তের মতো লাল দেখায়। একেই বলা হয় ব্লাড মুন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ সংবাদ

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা...

এই বিভাগের অন্যান্য সংবাদ