এই সময়ের আলোচিত-সমালোচিত তরুণ সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। একের পর এক উদ্ভট মন্তব্য করে সমালোচিত হচ্ছেন। এবার নতুন বিতর্কে এই সংগীতশিল্পী। রোববার (১৬ মে) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানান তার মৃত্যুর তারিখ।
তিনি সেই পোস্টে লেখেন, ‘নাম: মাইনুল আহসান নোবলে। জন্ম: ৭ নভেম্বর, ১৯৯৭। মৃত্যু: ১৮ মে, ২০২১। বয়স: ২৩ বছর’।
এরই কিছুক্ষণ আগে আরেক পোস্টে নোবেল জানান, ‘গান বাজনাকে ইতি। মেহেরবান রিলিজ হইলে হইলো, না হইলে নাই। কিন্তু যারা আমার পেছনে লাগতেসে, এগুলারে দেখবো আজকের থেকে। বেয়াদব না? ঠিকাছে। সিনিয়র জুনিয়র, সব। আসো খেলি! গোপালীর খেল শুরু। শালা বিএনপি তাই না? দেখি কেমনে টিকিস।’
উল্লেখ্য, গানের সুর ও সংগীতায়োজনের মালিকানা নিয়ে সংগীত পরিচালক আহমেদ হুমায়ূনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন তিনি। নোবেল তার পেজে নতুন গান ‘মেহেরবান’ এর প্রচারণা চালাচ্ছেন। সেখানে গানটির পরিচয় দিতে গিয়ে তিনি সুর ও সংগীতে নিজের নাম উল্লেখ করেছেন। তবে আগে থেকেই এটা প্রকাশিত যে ‘মেহেরবান’ গানটি গাইছেন নোবেল, আর সুর ও সংগীতে ছিলেন আহমেদ হুমায়ূন। তাই তার নাম বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আহমেদ হুমায়ূন।
আহমেদ হুমায়ূন ফেসবুকে এ ব্যাপারে লিখেছেন, ‘এই শাস্তি আমার জন্য খুব দরকার ছিল। কারণ পাপ আমি করেছি শাস্তি তো আমাকেই পেতে হবে। এক অমানুষ মানুষ করার দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু ভুলেই গেছিলাম অমানুষ তো আর মানুষ হবার নয়। এই অপরাধে আপনারা আমাকে শাস্তি দিন। যার যা মন চায় তাই শাস্তি দিন। আমি মাথা পেতে নেব।’
নোবেল আইডি হ্যাকের নামে প্রতারণা করেন দাবি করে হুমায়ূন আরও লেখেন, ‘আর হ্যাঁ আইডি হ্যাক করার নামে যে নতুন নাটক চলতেছে এগুলা কেউ বিশ্বাস কইরেন না প্লিজ। এগুলো ও নিজেই করে। আমি সত্যিই এই জাতির কাছে লজ্জিত। পারলে আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।’
নোবেল ২০১৯ সালে ভারতের জি-বাংলা টিভির রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে বাংলাদেশের পাশাপাশি ভারতেও পরিচিতি পান। এতে তিনি তৃতীয় হয়েছিলেন। নোবেল লাইম লাইটে আসেন জেমস, আইয়ুব বাচ্চুর শ্রোতাপ্রিয় গান গেয়ে। ফেসবুক পাতায় কখনও নরেন্দ্র মোদি, জনপ্রিয় গীতিকার-সুরকার ইথুন বাবুকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস ছাড়াও অন্যের সুর ও সংগীত করা গান নিজের নামে চালিয়ে দেয়ার অভিযোগ ওঠে তার উপর। সর্বশেষ ‘নগর বাউল’ জেমস, -কে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন তিনি। যদিও পরে বলেছেন তার ফেসবুক পেইজ হ্যাকারদের কবলে পড়েছিল।