সেলফি তুলতে গিয়ে নৌকাডুবিতে ইন্দোনেশিয়ার জাভায় নৌকা ডুবে সাত জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ মে) দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।
জাভার পুলিশ প্রধান আহমাদ লুতফি জানিয়েছেন, শনিবার (১৫ মে) জাভার বয়োলালি এলাকার একটি জলাধারে এ ঘটনা ঘটে। ওই নৌকাটিতে ২০ জন যাত্রী ছিল। গ্রুপ সেলফি তুলতে গিয়ে তারা সবাই নৌকার একপাশে গেল এটি উল্টে যায়।
পুলিশ প্রধান বলেন, ‘দুর্ঘটনার কারণ ছিল অতিরিক্ত যাত্রী। সেলফি তুলতে ২০ জন মানুষ ডানপাশে সরে গেলে নৌকাটি ভারসাম্য হারায় এবং উল্টে যায়।’
ওই ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর এরই মধ্যে সাত জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও দুইজন নিখোঁজ রয়েছে।
দুর্ঘটনাকবলিত নৌকাটি ১৩ বছরের পুরোনো ছিল বলেও জানিয়েছেন জাভার পুলিশ প্রধান আহমাদ লুতফি।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায়ই নৌদুর্ঘটনা ঘটে। ১৭ হাজার দ্বীপের দেশটিতে নৌ নিরাপত্তা যথার্থ নয় বলেও অভিযোগ রয়েছে। গত এপ্রিলে জাভায় দুটি নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছিল