spot_img

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ নিহত ৩

অবশ্যই পরুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (১৬ মে) দুপুরে উপজেলার কুবাজপুর গ্রামের কাচা রবিদাসের স্ত্রী চান মতি রবিদাস (৪৫) ও ছেলে অরুণ রবিদাস (১১) মারা যায়। আর উপজেলার এরালিয়া মোহাম্মদ গ্রামের ময়না মিয়ার (৬৫) মৃত্যু হয়।

পল্লী বিদ্যুতের জগন্নাথপুর আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, কুবাজপুর গ্রামের কাচা রবিদাসের পুকুরের পানিতে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। রোববার সকালে অরুণ রবিদাস পুকুরে গোসল করতে গিযে বিদ্যুতের তারে লেগে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে তার মা চান মতি রবিদাস তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তারা গুরুতর আহত হন। স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, দুপুরে উপজেলার পাটলী ইউনিয়নের এরালিয়া মোহাম্মদ গ্রামের ময়না মিয়া বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে গুরুতর অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ