spot_img

‘করোনাভাইরাসও প্রাণী, ওদেরও বাঁচার অধিকার আছে’

অবশ্যই পরুন

মানুষের মতো করোনাভাইরাসও একটি প্রাণী এবং এটিরও বাঁচার অধিকার আছে। এমন মন্তব্য করেছেন উত্তরাখন্ডের সাবেক মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। করোনাভাইরাসের ছোবলে যখন লণ্ডভণ্ড সারা বিশ্ব। এমনকি ভারতই যখন হিমশিম খাচ্ছে এই মহামারি রুখতে সে সময় বিজেপির এই নেতার এমন বেফাঁস মন্তব্যকে অবিবেচক আখ্যা দিয়ে তুমুল সমালোচনায় মেতেছেন নেটিজেনরা।

তিনি বলেছেন, ‘করোনাভাইরাস একটি জীবন্ত প্রাণী। ওরও বেঁচে থাকার অধিকার আছে।’ এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই বেশ বিপাকে পড়েছেন এই প্রবীণ রাজনীতিক।

তিনি মনে করেন, ‘দার্শনিক দিক থেকে দেখতে গেলে করোনা জীবাণুও জীবন্ত। তারও প্রাণ আছে। আমাদের সবার মতো তারও বাঁচার অধিকার আছে। কিন্তু আমরা আমাদের সব থেকে বুদ্ধিমান বলে মনে করি। তাই এই জীবাণুকে আটকানোর চেষ্টা করে যাচ্ছি। সেই কারণে করোনা জীবাণুও ক্রমাগত অভিযোজিত হয়ে চলেছে।’ তবে একইসঙ্গে সাধারণ মানুষকে এই জীবাণু থেকে দূরে সতর্ক থাকতে বলেছেন বিজেপির এই বর্ষীয়ান নেতা।

সূত্র : এনডিটিভি

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ