spot_img

চীনের দেয়া সিনোফার্মের ৫ লাখ টিকা দেশে পৌঁছেছে

অবশ্যই পরুন

চীনের উপহার দেয়া সিনোফার্মের ৫ লাখ ডোজ করোনা টিকা দেশে এসে পৌঁছেছে। আজ (১২ মে) ভোরে বাংলাদেশ বিমান বাহিনীর ‘সি-১৩০ জে’ পরিবহন বিমান সিনোফার্মের টিকা ও এডি সিরিঞ্জ নিয়ে কুর্মিটোলার বিমানঘাটিতে অবতরণ করে।

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবতের উপস্থিতিতে ৫ লাখ ডোজা টিকা ঔষধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হয়েছে। এ টিকা আনতে গতকাল ঢাকা থেকে চীন যায় বাংলাদেশের বিমান।

এর আগে, বাংলাদেশে কেবল ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ হচ্ছিলো। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের এই টিকা ব্যবহারের অনুমোদন দেয় বাংলাদেশ সরকার।

সর্বশেষ সংবাদ

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ