spot_img

মমতার মন্ত্রিসভার ৪৩ মন্ত্রীর শপথ গ্রহণ

অবশ্যই পরুন

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর, ৫-মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ৫ দিন পর, আজ ১০ মে, শপথ নিলেন তার মন্ত্রিসভার ৪৩ জন মন্ত্রী। ভারতের স্থানীয় সময় ১০ টা ৪৫ মিনিটে তাদের শপথ গ্রহণ শুরু হয়।

রাজ্যপাল জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একে একে শপথ নিলেন ৪৩ জন মন্ত্রী। এবার এক তৃতীয়াংশ নতুন মুখ থাকছে মমতার টিমে। অন্য দিকে অভিজ্ঞ রাজনীতিকদেরও জায়গা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এবার প্রথম তিন মন্ত্রী ভার্চুয়ালি শপথ নিয়েছেন।

করোনা আক্রান্ত হওয়ায় বাড়িতে বসে শপথ নিয়েছেন ব্রাত্য বসু ও রথীন ঘোষ। অন্য দিকে শারীরিক অসুস্থতার কারণে ভার্চুয়ারি শপথ নিলেন অমিত মিত্রও।

সীমিত সংখ্যক অতিথিদের এই দিনের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

একুশের ভোটের মতো লড়াই সাম্প্রতিক সময়ে দেখা যায়নি বলে মনে করে রাজনৈতিক মহল। নজিরবিহীনভাবে আট দফার ভোটের সাক্ষী ছিল বাংলা। শাসককে পদে পদে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল গেরুয়া শিবির। আর সে সব জয় করে শেষ হাসি হেসেছেন মমতাই।

বাংলার মসনদে ফিরেছেন ‘বাংলার মেয়ে।’ মুখ্যমন্ত্রী পদে শপথও নিয়েছেন তিনি। আর এবার নজর মন্ত্রিসভায়। পুরনো সৈনিকদের সঙ্গে নিয়েই চলবেন? নাকি নতুনদের ওপর ভসা রাখবেন? রবিবার প্রকাশ্যে আসা তালিকা থেকে বোঝা যাচ্ছে, দু’দিকেই সামঞ্জ্য রেখেছেন তৃণমূল সুপ্রিমো।

সূত্র: ভারতের বিভিন্ন গণমাধ্যম।

সর্বশেষ সংবাদ

হারের বৃত্তে বিধ্বস্ত ম্যানসিটি, গড়ছে লজ্জার ইতিহাস

দুঃসময়ের বেড়াজালে যেন আটকা পড়েছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যেন নিজেদের হারিয়ে খুঁজছে৷ গত দেড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ