spot_img

করোনা আক্রান্তের রেকর্ড মালদ্বীপে, ফের কারফিউ

অবশ্যই পরুন

মহামারি করোনায় খারাপের দিকে যাচ্ছে মালদ্বীপের পরিস্থিতি। তাই দেশটির রাজধানীতে নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় কারফিউ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) ভোরের দিকে স্বাস্থ্য সুরক্ষা সংস্থার (এইচপিএ) সিদ্ধান্তটি ঘোষণা করেছে। রাজধানীর বৃহত্তর অঞ্চলে রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত নতুন করে কারফিউ ঘোষণা করেছে এইচপিএ।

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে বলে জানা গেছে। মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে রাজধানী মালেতে এর আগে ২৭ শে জানুয়ারি কারফিউ ঘোষণা করেছিল- যা এপ্রিল মাসে তুলে নেয়া হয়েছিল।

সম্প্রতি দেশটির রাজধানী ও বাইরে দ্বীপগুলোতে করোনায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মালদ্বীপে ৫ মে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন। তাদের মধ্যে রাজধানীর মালেতে আক্রান্ত হয়েছেন ৫৪০ জন। যা একদিনের সবচেয়ে বেশিসংখ্যক আক্রান্ত।

মালদ্বীপে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১০৯ জন, তাদের মধ্যে ১৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৭৪ জন।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ