spot_img

রাশিয়ার টিকা তৈরী করবে ওরিয়ন ফার্মা

অবশ্যই পরুন

রাশিয়ান স্পুটনিক ভি কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে আগ্রহ প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ঘোষণা অনুযায়ী, বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদনের জন্য প্রযুক্তি স্থানান্তরের জন্য রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) সঙ্গে যোগাযোগ করেছে কোম্পনিটি।

এ ঘোষণার পরই ওরিওন ফার্মার শেয়ার দর ৯ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধি পায়। ২০২০ সালের ১৯ আগস্টের পর এটিই কোম্পানিটির সর্বোচ্চ শেয়ার দর বৃদ্ধি। আজকের এ দর বৃদ্ধি ডিএসই’র সূচকের চেয়ে ১০ গুণ বেশি।

স্পুটনিক ভি ভ্যাকসিনের প্রচার ও বিপণনের দায়িত্বে থাকা স্বতন্ত্র তহবিল হলো আরডিআইএফ।

“এটি শুধু প্রাথমিক প্রস্তাবনা এবং এবং দৈনন্দিন ব্যবসায়িক যোগাযোগ,” বলা হয় এব্যাপারে।

প্রাথমিকভাবে ওরিয়ন ফার্মা ফিল ফিনিশ পর্যায় থেকে উৎপাদন শুরু করতে চায়। নির্দিষ্ট সময় পর কাল্টিভেশন পর্যায় থেকে ভ্যাকসিনের উৎপাদনের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

এদিকে, ভ্যাকসিন উৎপাদনের জন্য স্বাস্থ্যসেবা বিভাগের অনুমতি চেয়েছে ওরিয়ন ফার্মা কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ