spot_img

হাসানের বোলিং নৈপুণ্যে তিন দিনেই জিতল পাকিস্তান

অবশ্যই পরুন

সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়েকে ১১৬ রান ও ইনিংস ব্যবধানে পরাজিত করেছে পাকিস্তান। প্রথম ইনিংসে ২৫০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসেও জিম্বাবুয়ের ব্যাটিং লাইনে তাণ্ডব চালান সফরকারী পেসার হাসান আলি। তুলে নেন ৫টি উইকেট।

এর আগে তৃতীয় দিন সবক’টি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল ৪২৬ রান।

আগের দিনের ৬ উইকেটে ৩৭৪ রান থেকে শনিবার আবারো ব্যাটিংয়ে নামে পাকিস্তান। দুই অপরাজিত ব্যাটসম্যান ফাওয়াদ আলম ১৪০ ও হাসান আলি ৩০ রানে এদিন থামেন। তাদের কল্যাণে ৪২৬ রান স্কোর বোর্ডে জমা করে পাকিস্তান।

জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজরাবানি ৪টি ও ডোনাল্ড ত্রিপানো ৩টি উইকেট নেন।

দুই ইনিংসে মিলিয়ে ৯ উইকেট ও ব্যাট হাতে ৩০ রান নিয়ে ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের পেসার হাসান আলি।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ