ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশ থেকে বিদেশি মদদপুষ্ট ১০ জন উগ্র তাকফিরি সন্ত্রাসীকে আটক করেছে দেশটির গোয়েন্দা বাহিনী।
কেরমান প্রদেশের সরকারি কৌঁসুলি দাদাখোদা সালারি বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান।
এসব সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল এবং সহিংস ঘটনার মধ্য দিয়ে প্রদেশ নিরাপত্তাহীনতা সৃষ্টি করাই ছিল লক্ষ্য কিন্তু ইরানের গোয়েন্দা সংস্থা তাদেরকে চিহ্নিত করে ফেলে বলে জানান ওই সরকারি কর্মকর্তা।
দাদাখোদা আরো জানান, ইরানের গোয়েন্দা বাহিনী সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করেছে।
এর আগে চলতি মাসের প্রথম দিকে ইরানের গোয়েন্দা বাহিনী একজন ইসরাইলি গুপ্তচর ও অন্য কয়েকটি দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত কয়েক ব্যক্তিকে পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে আটক করেছিল।