spot_img

চার মাসে পুঁজিবাজারে বিনিয়োগকারী বেড়েছে ১ লাখ ১০ হাজার

অবশ্যই পরুন

করোনা মহামারিতে দেশের পুঁজিবাজার নিয়ে বিনিয়োগকারীদের বিভিন্ন সময় হতাশ হতে দেখা গেলেও এ সময়ে বাজারের প্রতি আগ্রহ বেড়েছে অনেক বিনিয়োগকারীর। তার ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারী বেরেছে করেছে ১ লাখ ১০ হাজার ৫১২ জন জন।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিপিডিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিডিবিএলের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৩১ ডিসেম্বর ২০২০ সালে পুঁজিবাজারে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ছিল ২৫ লাখ ৫২ হাজার ১৬৮টি। চলতি বছরের ২৮ এপ্রিল পর্যন্ত বিও হিসাব বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৬২ হাজার ৬৮০ টিতে। চলতি বছরের প্রথম চার মাসে বিও হিসাব বেড়েছে ১ লাখ ১০ হাজার ৫১২টি।

সিডিবিএল‘র তথ্য অনুসারে, গত ৩১ শে ডিসেম্বর মোট বিও হিসাবের মধ্যে পুরুষ বিনিয়োগকারীর বিও হিসাব ছিল ১৮ লাখ ৭৭ হাজার ৯৬৯টিতে। নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬ লাখ ৬০ হাজার ৩৬৪টিতে। এ ছাড়াও গত ডিসেম্বর মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৩ হাজার ৮৩৫টিতে।

সর্বশেষ সংবাদ

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক রেজানুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান। তিনি বিদায়ী মহাপরিচালক ড. মুহা....

এই বিভাগের অন্যান্য সংবাদ