spot_img

হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল কাদের ৫ দিনের রিমান্ডে

অবশ্যই পরুন

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রায় আট বছর আগে রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মামলা করা হয় তার বিরুদ্ধে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে গ্রেপ্তারের পর রোববার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয় তাকে। পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন।

২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বর এলাকায় অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ও সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী আন্দোলনে সহিংসতার মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।

ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম জানিয়েছেন, রাজধানীর আগারগাঁও এলাকা থেকে অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এছাড়াও ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব তিনি।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ