স্পেনে ২২ জনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপাদান ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির দ্বীপ শহর মেয়োর্কার বাসিন্দা ৪০ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে বেশী তাপমাত্রা ও কাশি নিয়ে কর্মস্থল ও শরীরচর্চা কেন্দ্রে যাওয়ার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শনিবার (২৪ এপ্রিল) স্পেন পুলিশ বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছে, বেশ কয়েকদিন ধরে ওই ব্যক্তির মধ্যে করোনা উপসর্গ দেখা দিয়েছিল। কিন্তু তিনি মোনাকোর শহরের কর্মস্থল থেকে তার বাড়িতে যেতে অসীকৃতি জানাচ্ছিলেন। এরই মধ্যে একদিন সন্ধ্যায় তিনি পিসিআর টেস্ট দেন। তার পরেই আবার কাজে যান এবং পরদিন শরীরচর্চা কেন্দ্রে ও যান।
অভিযোগে বলা হয়, ওই ব্যক্তি কর্মস্থলজুড়ে হাটাহাটি করছিলেন। তিনি মাস্ক নামিয়ে রেখে কাশি দিয়ে তার সহকর্মীদের, তাদেরকে সংক্রমিত করতে চলেছেন। পরে তার পাঁচজন সহকর্মী এবং শরীরচর্চা কেন্দ্রে যাওয়া তিনজনের সংক্রমণ ধরা পড়েছিল। এই সংক্রমিতদের পরিবারের সদস্যদের মধ্যে ১৪ জন ও সংক্রমিত হয়েছিলেন। তাদের তিনজন ছিল এক বছরের শিশু।
পুলিশের ভাষ্য মতে, তার সহকর্মীরা ভাষায় যেতে বললেও তিনি তাতে সাড়া দেননি। তার পর তিনি মুখ থেকে মাস্ক নামিয়ে কাশি দেন। আর বলেন, আমি তোমাদের সবাইকে করোনা ভাইরাসে সংক্রমিত করতে চলেছি।
গত জানুয়ারির শেষ দিক থেকে এই ঘটনার তদন্ত করে আসা পুলিশ বলছে, ওই ব্যক্তির করোনা ভাইরাস পজিটিভ আসার পর তার সহকর্মীদের সতর্ক করা হয়েছিল। তার থেকে যারা আক্রান্ত হয়েছিলেন, তাদের কেউ গুরুতর অসুস্থ হননি।