spot_img

মুরগি ডিম দেয় না, থানায় অভিযোগ

অবশ্যই পরুন

মুরগি ডিম দিচ্ছে না বলে পুলিশে অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি! এই অভিযোগের পরে তদন্ত করতে ঘটনাস্থলেও হাজির হয় পুলিশ।

আজব এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলার লোনি কালভোর এলাকায়। এই এলাকার মাঠোবাচি আলন্দির কয়েকটি পোল্ট্রি ফার্মে গত সপ্তাহ থেকে মুরগি ডিম পাড়া বন্ধ করে দেয়। এর ফলে লাখ লাখ রুপি ক্ষতির মুখে পড়েছে পোল্ট্রি ব্যবসায়ীরা।

ঘটনার তদন্তে হাজির হয়ে এই অভিযোগ দেখে হতবাক হয়ে গেছে পুলিশও।

এক পোল্ট্রি মালিক পুলিশের কাছে অভিযোগে জানান যে, গত ১১ এপ্রিল একটি সংস্থা থেকে মুরগির খাবার কিনেছিলেন তিনি। তিনি জানান, এই খাবার মুরগিদের দেয়ার পর মুরগি ডিম দেয়া বন্ধ করে দিয়েছে বলে তার অনুমান।

কিন্তু মুরগি কেন ডিম দিচ্ছে না?

ডিম চুরি করছে কিনা এই বিষয়ে সন্দেহও দেখা যায়। পরে এ ঘটনায় তদন্ত টিমও গঠন করা হয়।

এরপর হাঁস-মুরগির ব্যবসায়ীরা একটি ল্যাবে মুরগি পরীক্ষা করে। প্রাথমিকভাবে জানা যায়, নতুন খাওয়ানো খাবারের কারণে মুরগি ডিম দিচ্ছে না। পুরো বিষয়টি নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

নির্বাচন কমিশনার হলেন ৪ জন, নিয়োগ পেলেন যারা

নির্বাচন কমিশনার (ইসি) হিসেবে চারজনকে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা...

এই বিভাগের অন্যান্য সংবাদ