spot_img

মাস্ক কেনার সামর্থ্য নেই, তাই মুখে পাখির বাসা !

অবশ্যই পরুন

মাস্ক কেনার সামর্থ্য নেই। কিন্তু কাজে অফিসে যেতে হবে। আবার অফিসে রয়েছে মাস্ক পরার মতো আরও নানা স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা।

তাই মুখে পাখির বাসা বেঁধে সরকারি অফিসে গেছেন মেকালা কুরমায়া নামের এক বৃদ্ধ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মেকালা কুরমায়া দক্ষিণ ভারতের তেলেঙ্গানা প্রদেশের মাহবুবনগর জেলার চিনামুনুগল চাদ এলাকার বাসিন্দা। পেনশন নিতেই সম্প্রতি মুখে পাখির বাসা বেঁধে সরকারি অফিসে যেতে হয়েছিল তাকে।

ভারতজুড়ে করোনাপর প্রকোপ এখন চরমে। অন্যান্য রাজ্যের মতো তেলেঙ্গানাতেও সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। তেলেঙ্গানার রাজ্য সরকার এ মাসের শুরুতে জনসাধারণকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশ দিয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে তেলেঙ্গানা সরকারের আদেশে বলা হয়েছে, মাস্ক না পরলে এক হাজার রুপি জরিমানা করা হবে।

কুরমায়া জানতেন, মাস্ক ছাড়া তাকে সরকারি অফিসে ঢুকতে দেওয়া হবে না।

কিন্তু মাস্ক কেনার সামর্থ্য না থাকায় তেলেঙ্গানা থেকে তিনি মাস্ক হিসেবে এক ধরনের পাখির বাসা ব্যবহার করেন। সেই ‘মাস্ক’ পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে কথা বললে, সরকারি অফিসগুলোতে বিনামূল্যে মাস্ক দেওয়ার পরামর্শ দেন বৃদ্ধ মেকালা কুরমায়া। যারা মাস্ক কিনতে পারেন না, তাদেরকে বিনামূল্যে মাস্ক সরবরাহের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতেও অনুরোধ জানান তিনি।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ