যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে খুলে দেয়া হয়েছে স্কুল। স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে ক্লাস। তবে প্রতি সপ্তাহে বাধ্যতামূলক করা হয়েছে কোভিড পরীক্ষা। দীর্ঘদিন পর স্কুল খোলায় খুশি সেখানকার বাংলাদেশি শিক্ষার্থীরাও।
করোনার প্রকোপে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার স্কুলগুলো খুলে দেয়া হচ্ছে। ক্যালিফোর্নিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে স্বাস্থ্যবিধি মেনে প্রথমে খুলে দেয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়। পর্যায়ক্রমে আগামী ২৬ এপ্রিল খুলবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল।
শিক্ষার্থীদের একাংশ তাদের অভিভাবকদের সম্মতি অনুযায়ী শ্রেণিকক্ষে গিয়ে এবং আরেক অংশ এখনো ঘরে বসে অনলাইনে শিক্ষা নেয়ার সুযোগ পাচ্ছেন। যেসব শিক্ষার্থী শ্রেণীকক্ষে ফিরেছে, তাদের প্রতি সপ্তাহে বিদ্যালয়েই কোভিড টেস্ট করে প্রতিদিন বিশেষ পাস নিয়ে প্রবেশ করতে হচ্ছে। একই নিয়ম প্রযোজ্য বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের ক্ষেত্রেও। স্কুল খোলায় খুশি বাংলাদেশি ছাত্রছাত্রীরাও।