spot_img

১৫ বছর ধরে কাজে যান না, বেতন তুললেন সাড়ে ৫ কোটি টাকা!

অবশ্যই পরুন

দায়িত্ব পালন না করেও ১৫ বছর ধরে বেতন নেওয়ার অভিযোগ উঠেছে ইতালির এক হাসপাতালকর্মীর বিরুদ্ধে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এই দীর্ঘ সময় কাজে না গিয়ে ওই ব্যক্তি অনুপস্থিত থাকার জাতীয় রেকর্ড ভেঙেছেন বলেও স্থানীয় মিডিয়ার খবরে উল্লেখ করা হয়েছে। তার এহেন কাণ্ডে তারা তাকে ‘কিং অফ অ্যাবসেন্টস’ উপাধি দিয়েছে।

ইতালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, ওই ব্যক্তি ইতালির কালাব্রিয়া অঞ্চলের কাতাঞ্জারো শহরের চিয়াছিও হাসপাতালে কাজ করতেন। ২০০৫ সাল থেকে তিনি আর কাজেই যান না।

তবে কাজে অনুপস্থিত থাকলেও দীর্ঘ সময় ধরে বেতন ঠিকই তুলে গেছেন তিনি। এসময় তিনি বেতন বাবদ ৫ লাখ ৩৮ হাজার ইউরো (প্রায় ৫ কোটি ৪৯ লাখ ২০ হাজার টাকা) তুলেছেন।

এই দীর্ঘ সময় তাকে অনুপস্থিত থাকতে সাহায্য করায় হাসপাতালের ছয়জনের ম্যানেজারের বিরুদ্ধেও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সর্বশেষ সংবাদ

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা...

এই বিভাগের অন্যান্য সংবাদ