spot_img

শিগগির নির্ধারণ করা হবে ধানের দাম: খাদ্যমন্ত্রী

অবশ্যই পরুন

কৃষকরা যাতে ন্যায্য দাম পান, সেজন‌্য শিগগিরই ধানের মূল‌্য নির্ধারণ করে দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার (২০ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল মতবিনিময় সভায় অংশ নিয়ে এ তথ‌্য জানান তিনি। নওগাঁয় বোরো ধানের উৎপাদন, শস্য-শ্রমিক ব্যবস্থাপনা, করোনা পরিস্থিতি প্রভৃতি বিষয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় মন্ত্রী বলেন, চাল সংগ্রহের দিনক্ষণ ঘোষণা করা হবে। সরকারি গুদামে ধান-চাল কেনার পাশাপাশি খোলা বাজারও তদারকি করা হবে, যাতে কেউ সিন্ডিকেট করে দাম নিয়ন্ত্রণ করতে না পারে।

তিনি বলেন, বোরো ধান দ্রুত ঘরে তুলতে হবে। এজন্য প্রতিটি জেলায় শ্রমিক ব্যবস্থাপনার নির্দেশ দেয়া হচ্ছে। শ্রম উদ্বৃত্ত জেলা থেকে শ্রমিক আনা-নেয়ার ব্যবস্থা করতে হবে। গতবছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শ্রমিক ব্যবস্থাপনার জন‌্য বিদ্যালয়ের কক্ষ ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

হারের বৃত্তে বিধ্বস্ত ম্যানসিটি, গড়ছে লজ্জার ইতিহাস

দুঃসময়ের বেড়াজালে যেন আটকা পড়েছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যেন নিজেদের হারিয়ে খুঁজছে৷ গত দেড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ