বহুতল ভবনের ছাদ থেকে পড়ে রাজধানীর উত্তরায় লাকী (১৮) নামে এক গৃহকর্মী নিহত হয়েছেন। বুধবার (১৪ এপ্রিল) সকালে উত্তরা পশ্চিম থানা এলাকার ১০ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
গৃহকর্তা ব্যাংকার গোরা চাঁদ কুন্ডু বলেন, মেয়েটি আমার বাসায় মাসখানেক ধরে কাজ করছে। প্রতিদিনের মতো আমি হাঁটতে বের হই। হাঁটা শেষে পৌনে ৭টায় বাড়ি ফিরে লাকীকে দেখতে না পেয়ে নিচে খোঁজ নিলাম। পরে অন্য একটি মেয়ে ছাদ থেকে নামার সময় জানায় লাকী নিচে পড়ে গেছে।
এ সময় গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রায় দুই ঘণ্টা চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ওই হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাকী উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ১৫/এ বাসার ৪ তলা বাসায় কাজ করত। নিহতের বাড়ি সিলেটের সুনামগঞ্জের তাহেরপুরে। তবে তার বাবার নাম বলতে পারেননি বাসার কর্তা গোরা চাঁদ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উত্তরায় বাড়ির কাজের মেয়ে ৬ তলা বাসার ছাদ থেকে পড়ে মারা গেছেন। বিষয়টি বাসার মালিক আগেই উত্তরা পশ্চিম থানাকে জানিয়েছেন। আমরা আবার থানাকে অবহিত করেছি। তারা এসে যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেবে।