টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে মাকে বেঁধে রেখে শিশু চুরির ঘটনায় শিশু জুনায়েদকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রাম থেকে পুলিশ শিশুকে উদ্ধার করে। শিশুটিকে মা কল্পনা বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সখীপুর উপজেলার শোলা প্রতিমা গ্রামের নুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩৫), বাসাইল উপজেলার হাবলা গ্রামের পৈলান খানের ছেলে পরাণ খান (জামাল) (৪২), তার স্ত্রী শিউলী আক্তার (৩২) ও দেলদুয়ার উপজেলার জাঙ্গালীয়া গ্রামের আকরাম খানের স্ত্রী (পরাণের বোন) রওশন আরা বেগম (৪০)।
টাঙ্গাইল পিবিআইয়ের পুলিশ সুপার সিরাজ আমিন জানান, সখীপুর থানা পুলিশ ও পিবিআই টাঙ্গাইলের যৌথ উদ্যোগে একটি দল সোমবার (৫ এপ্রিল) সারারাত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায়। এ সময় তথ্য প্রযুক্তির সহযোগিতায় মঙ্গলবার ভোরে দেলদুয়ার উপজেলার জাঙ্গালীয়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত দুই নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার শোলা প্রতিমা এলাকার ট্রাক চালক আছর উদ্দিনের ঘরে সিঁধ কেটে তার ২ মাসের শিশুকে চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত শুক্রবার (২ এপ্রিল) শিশুটির বাবা আছর উদ্দিন বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেন।