spot_img

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক হলে অনেক সুবিধা: সৌদি

অবশ্যই পরুন

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হলে তা মধ্যপ্রাচ্যের জন্য ব্যাপক সুবিধা বয়ে আনবে বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তবে তিনি বলেছেন, এটা নির্ভর করছে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার ওপর। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এসব কথা বলেন তিনি।

ফিলিস্তিনকে দেওয়া প্রতিশ্রুতি উপেক্ষা করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় গত বছর চার আরব দেশ—সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো— ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের ঘোষণা দিয়ে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নামে চুক্তি করে। এরপর সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে বলে গুঞ্জন জোরালো হয়।

সৌদির পক্ষ থেকে অবশ্য আগেও এ ধরনের মন্তব্য করে বলা হয়েছিল যে, ফিলিস্তিনিদের কাছে একটি সার্বভৌম রাষ্ট্র সরবরাহ করা হলেই কেবল তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা করবে। তবে গত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গোপন সৌদি সফরের খবর প্রকাশিত হওয়ার পর তাদের প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ জোরালো হয়।

পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, এ অঞ্চলে ইসরায়েলের মর্যাদা স্বাভাবিক করলে পুরো অঞ্চলের জন্যই তা প্রচুর সুবিধার সৃষ্টি করবে। এটি অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সাহায্যকারী হতে পারে। তবে তিনি বলেছেন, ‘সৌদি আরবের সাথে যে কোনো চুক্তি ‘শান্তি প্রক্রিয়া নিয়ে অগ্রগতির ওপর নির্ভরশীল’।

তিনি সিএনএন-কে দেওয়া ওই সাক্ষাৎকারে আরও বলেন, ‘আমি মনে করি ইসরায়েলের অবস্থানকে স্বাভাবিক করলে গোটা অঞ্চল সামগ্রিকভাবে প্রচুর উপকৃত হবে। এটি অর্থনৈতিক দিকের সঙ্গে সামাজিক এবং সুরক্ষার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সহায়ক হবে।’

উল্লেখ্য, আরব-ইসরায়েল যুদ্ধের পর ১৯৬৭ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় আরব দেশগুলো প্রধান তিনটি শর্ত দিয়েছিল। শর্তগুলো হলো— যুদ্ধের সময় আরব দেশগুলোর দখল করা জমি ছেড়ে দেওয়া, ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও স্বীকৃতি এবং ফিলিস্তিনের দখল করা জমি হস্তান্তর। তবে অনেকেই এই প্রতিশ্রুতি উপেক্ষা করছে।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ