রোহিঙ্গাদের জন্য ১৩ জন স্বেচ্ছাসেবী, ২০ টন মেডিক্যাল সামগ্রী পাঠিয়েছে তুরস্ক। এসব মানবিক সাহায্য নিয়ে চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তুরস্ক বিমানবাহিনীর একটি উড়োজাহাজ।
শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করে। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান, রোহিঙ্গাদের জন্য ১৩ জন স্বেচ্ছাসেবী, ২০ টন মেডিসিন ও মেডিক্যাল সামগ্রী নিয়ে তুরস্ক বিমানবাহিনীর একটি উড়োজাহাজ এসেছে।
এর আগে গত ২৭ মার্চ তুরস্ক বিমানবাহিনীর সি ১৩০ প্লেনে রোহিঙ্গাদের জন্য ২০ টন তাঁবু পাঠানো হয়েছিল। মিয়ানমারে গণহত্যার মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় শিবিরের সম্প্রতি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে পড়ে। তাদের সাহায্যে এগিয়ে এসেছে তুরস্ক।