spot_img

আমেরিকাকে জারিফ : চাপ প্রয়োগের নীতি বাদ দিন

অবশ্যই পরুন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের পথ অনুসরণ করছে। তারা ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রেখেছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে জাওয়াদ জারিফ একথা বলেন। টুইটার পোস্টে তিনি ২০১৯ সালের জুন মাসে জো বাইডেনের দেয়া একটি বিবৃতি তুলে ধরেন।

২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর ওই বিবৃতি দেন জো বাইডেন। বিবৃতিতে তিনি ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনের উচিত ইরানের সাথে পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করা। জো বাইডেন আরো বলেছিলেন, কূটনীতির পথ থেকে সরে যাওয়ার কারণে এবং ট্রাম্পের আচরণে মধ্যপ্রাচ্যে আরেকটি সামরিক সংঘাত সৃষ্টি হতে পারে।

বাইডেনের এই বিবৃতির কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আপনার প্রশাসন ট্রাম্পের পথই অনুসরণ করছে। তারা বেআইনি নিষেধাজ্ঞাকে ইরানের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

জাওয়াদ জারিফ জোর দিয়ে বলেন, ট্রাম্প প্রশাসনের চাপ প্রয়োগের নীতি বাতিল করার জন্য বাইডেন প্রশাসনের সামনে এটাই সেরা সময়।
সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ