spot_img

আমিরাতে মসজিদে তারাবি পড়া গেলেও করা যাবে না ইফতার

অবশ্যই পরুন

মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। গত বছরের ন্যায় এবারও করোনার মহামারির মধ্যেই মুসল্লিদের ইবাদত-বন্দেগি করতে হবে। এ জন্য নির্দেশনাও জারি করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার।

দেশটিতে করোনায় সংক্রমণ হঠাৎ বাড়তে থাকায় তা রোধে বেশ কিছু নির্দেশনার কথা বলা হয়েছে। তবে এ বছর মুসল্লিরা মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারবেন। অবশ্য তা কেবল পুরুষদের ক্ষেত্রে। নারীদের ঘরে বসেই নামাজ পড়তে হবে।

নির্দেশনাগুলো হলো-

>> পুরুষরা মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারবেন। তবে নারীদের জন্য মসজিদ বন্ধ থাকবে। প্রার্থনা করার সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

>> হোম ভিজিট এবং পারিবারিক জমায়েতসহ সকল ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে। কেবল পরিবারের সদস্যরাই একই বাড়িতে থাকতে পারবেন।

>> বাসিন্দাদের একে অপরের মাঝে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

>> মসজিদের ভেতরে ইফতারের অনুমতি দেওয়া হবে না।

>> ইফতারের তাঁবু নিষিদ্ধ থাকবে।

>> ইফতারের জন্য বিজ্ঞাপনের বিশেষ অফার অনুমোদন দেওয়া হবে না।

>> বিনামূল্যে খাবার বিতরণ কেবলমাত্র সরকারি দাতব্য সংস্থার মাধ্যমে অনুমোদন দেওয়া হবে। এটি আসরের নামাজের পর থেকে শুরু হবে এবং মাগরিবের নামাজের আগে এক ঘণ্টা সময়ের মধ্যে শেষ করতে হবে।

>> পবিত্র কোরআন এবং অন্যান্য উপহার বিতরণ নিষিদ্ধ থাকবে।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ