হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মজিদ খান করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
করোনা পজিটিভ রিপোর্ট আসার পরপরই তিনি চিকিৎসার জন্য ঢাকায় আসেন। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. সেলিম উদ্দিন।
তিনি জানান, রোববার (২৮ মার্চ) সংসদ সদস্য মজিদ খান করোনা পরীক্ষা করতে নমুনা দেন। সোমবার সন্ধ্যায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। বিষয়টি জেনে চিকিৎসা নিতে রাতেই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
সেলিম উদ্দিন আরও বলেন, আব্দুল মজিদ খান হালকা জ্বর ও সর্দি অনুভব করছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।