স্বাধীনতা অর্জনের পর বিগত ৫ দশকে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয় বলে জানিয়েছেন ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। তিনি বলেন, বাংলাদেশের এই সাফল্য এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত মুজিব চিরন্তন অনুষ্ঠানমালার অষ্টম দিনের আয়োজনে দেয়া ভিডিও বার্তায় এসব বলেন তিনি।
সোনিয়া গান্ধী বলেন, বাংলাদেশের সাফল্য অর্জনের এই পথে শুরু থেকেই সাথে ছিলো ভারত। ভবিষ্যতেও এই সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ ও ভারতের মধ্যে অনেক মিল রয়েছে, অনেক ঘাটতিও রয়েছে। দু’দেশ একসাথে কাজ করে সেসব ঘাটতি উতরে যাবে বলেও আশা প্রকাশ করেন সোনিয়া গান্ধী।