spot_img

৩শ কেজির বাঘাইড়, দাম সাড়ে ৩ লাখ টাকা!

অবশ্যই পরুন

সিলেট মহানগরীর লালবাজারে ৩শ কেজি ওজনের একটি বাঘাইড় উঠেছে। মাছটির দাম হাঁকানো হয়েছে সাড়ে তিন লাখ টাকা।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে মাছটি নগরীর লালবাজারে তোলা হয়। এদিন সকাল ১১টার দিকে কুশিয়ারা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

লালবাজারে বিক্রির জন্য নিয়ে আসেন সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কুশিঘাটের অধিবাসী বিল্লাল মিয়া।

৩শ কেজি ওজনের বাঘাইড় মাছটির দাম হাঁকানো হচ্ছে সাড়ে তিন লাখ টাকা। এককভাবে কেউ না নিলে মাছটি কেটে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।

বিল্লাল মিয়া জানান, কুশিয়ারা নদীতে ফেঞ্চুগঞ্জ এলাকা থেকে মাছটি ধরা হয়েছে। বিক্রির জন্য মাছটি প্রথমে নগরীর প্রধান মাছের আড়ত কাজিরবাজারে আনা হয়। সেখানে হোসেন আহমদের আড়ত থেকে মাছটি কিনে আনেন তিনি।

তিন লাখ টাকা দামা হাঁকালেও আড়াই লাখ টাকা পেলে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কেউ একা সম্পূর্ণ মাছটি না কিনলে কেজি হিসেবে বিক্রি করা হবে। এজন্য ইতোমধ্যে ২০ জন নাম লিখিয়েছেন।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ