ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ মার্চ) বিকেলে নয়া দিল্লিতে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০১৯ সালের ছবি নিয়ে এ পুরস্কার ঘোষণা করে।
সেরা হিন্দি ছবির জন্য পুরস্কার পেয়েছে সুশান্ত সিং রাজপুতের ‘ছিছোরে’ মুভি। সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন কঙ্গনা রৌনত। ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ও ‘পঙ্গা’-তে অভিনয় করে এই শিরোপা অর্জন করলেন তিনি।
‘ভোসলে’ ছবির জন্য সেরা অভিনেতার খেতাব পেয়েছেন মনোজ বাজপেয়ী। তামিল ছবি ‘অসুরণ’-এর জন্য সেরা অভিনেতার খেতাব পেলেন পেয়েছেন ধনুশ।
সেরা অ্যাডপ্টেড স্ক্রিনপ্লে হিসেবে বাংলা থেকে জায়গা করে নিয়েছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামী’। তাছাড়া, সেরা বাংলা ছবি হিসেবে পুরস্কার পায় ‘গুমনামী’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ২০১৯ সালের এই ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়। সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেলেন সৃজিত নিজে।
‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক হন কৌশিক গঙ্গোপাধ্যায়। সেরা সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)।
বাংলা ছবির ঝুলিতে আরও কয়েকটি জাতীয় পুরস্কার এসেছে। ‘জ্যেষ্ঠপুত্র’ ছবিতে আবহ সঙ্গীতের জন্য পুরস্কার পেলেন সঙ্গীতশিল্পী প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে সেরা মৌলিক চিত্রনাট্যর পুরস্কার পেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘জ্যেষ্ঠপুত্র’।কৌশিক আর সৃজিত একই বিভাগের (চিত্রনাট্য) সম্মানে সম্মানিত। ‘গুমনামী বাবা’ ছবির চিত্রনাট্যও সেরা খেতাব পেয়েছে।
সেরা ছবি বিভাগে ‘জোনাকি পড়ুয়া’- অহমিয়া ছবি। ‘লতা ভগবান করে’- মারাঠি ছবি। ‘পিকাসো’- মারাঠি ছবি।
তাছাড়া, সেরা পরিচালক হয়েছেন সঞ্জয় পূরণ সিং চৌহান। তিনি ‘বাহাত্তর হুরেঁ’ মুভি পরিচালনা করে এ অর্জন লাভ করেছেন। বিশ্বসাম ছবির জন্য সঙ্গীতে সেরা হয়েছেন ডি ইম্মন।
উল্লেখ্য, গত বছর মে মাসে এই চলচ্চিত্র পুরস্কার বিতরণের কথা ছিল। কিন্তু করোনার কারণে সম্ভব না হওয়ায় এবছর দেয়া হলো।