spot_img

লন্ডনে লকডাউনবিরোধী মিছিল থেকে গ্রেফতার ৩৬

অবশ্যই পরুন

লন্ডনে লকডাউনবিরোধী মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুরের দিকে লন্ডনের হাইড পার্ক এলাকায় জড়ো হন প্রায় হাজারখানেক বিক্ষোভকারী। লকডাউন বিরোধী স্লোগান দিতে দিতে শহরের কেন্দ্রীয় এলাকার দিকে যাত্রা শুরু করেন তারা।

এ সময় পুলিশ বাধা দিতে এগিয়ে এলে মিছিল থেকে প্রায় ১০০ জনের একটি দল পুলিশের ওপর হামলা করে, পাশাপাশি মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে বিস্ফোরক ও দাহ্য পদার্থও ছুড়ে মারা হয়। এর জের ধরেই এই ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন লন্ডন পুলিশের উপ সহকারী কমিশনার লরেন্স টেইলর।

এই ঘটনাকে পুলিশ সদস্যদের ওপর ‘পরিকল্পিত হামলা’ হিসেবে উল্লেখ করে বিবৃতিতে লরেন্স টেইলর বলেন, ‘আমাদের বেশ কয়েকজন সদস্য এই হামলায় আহত হয়েছেন। এটা খুবই দুঃখজনক ও একেবারেই অগ্রহণযোগ্য যে, যে পুলিশ সদস্যরা আমাদের রক্ষার জন্য এই ভয়াবহ সংক্রমণ পরিস্থিতির মধ্যেও রাস্তায় দায়িত্বপালন করছেন, তারা হামলার শিকার হলেন।’

ব্রিটেনে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর থেকে সংক্রমণ বিপজ্জনক হারে বাড়তে থাকায় গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে লন্ডন ও তার আশপাশের এলাকায় লকডাউনসহ করোনা বিধিনিষেধ কঠোর করে যুক্তরাজ্য সরকার।

সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাজ্যের জনগনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ৪ ধাপের পরিকল্পনা জানিয়েছেন। সেই অনুযায়ী সংক্রমণে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলে আগামী জুন নাগাদ শিথিল ব্রিটেনে যাবতীয় বিধিনিষেধ শিথিল করা হবে।

কিন্তু তার এই পরিকল্পনায় আস্থা রাখতে পারছেন না দেশটির নাগরিকদের একাংশ। লকডাউন তুলে দেওয়া ও বিধিনিষেধ শিথিলের দাবিতে প্রায় নিয়মিতই বিক্ষোভ করছেন তারা; এবং সেসব বিক্ষোভ থেকে নিয়মিতভাবেই কয়েকজন করে বিক্ষোভকারীকে গ্রেফতার করছে পুলিশ।

তবে শনিবার পুলিশের ওপর যে হামলার ঘটনা ঘটল, তা আগে দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, চলতি মাসের শুরুতে সারাহ এভারার্ডের অপহরণ ও হত্যার ঘটনায় দেশটির পুলিশ সদস্যদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে আছে যুক্তরাজ্যের নাগরিকদের একটি অংশ। ৩৩ বছর বয়সী ওই নারীর নিখোঁজের সঙ্গে ব্রিটেনের পুলিশ বাহিনীর এক সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

তবে শনিবার পুলিশ সদস্যদের ওপর হামলায় নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের ৬০ জনেরও বেশি আইন প্রণেতা। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘সরকারের আদেশ অমান্য করা এবং পুলিশ সদস্যদের ওপর হামলা কখনোই গ্রহণযোগ্য নয়।’

সূত্র: এএফপি

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ